কত বিচ্ছেদ কত লাঞ্চিত জীবন তোমাদের ওইখানে,
আধমরা হতে চাই না ওভাবে; প্রবাসেই ভালো আছি।
তোমাদের কত শূন্যতা কত আহাজারি ক'র কলতান,
আমার জীবন কেউতো দেখে না নিজের মতোই বাঁচি।
কেউ ছেড়ে যায়; কেউবা থাকে হৃদয়ের কাছাকাছি।।
তোমাদের সুখ একটায় যেটা পরিবার থেকে মিলছে,
ক'জনই বা তোমাদের পরিবারের যোগ্য হতে পারছে?
আজকাল তো দেখি পরিজন শুধু যোগ্যতা মাপে হায়!
দ্যাখো আমার কিন্তু তোমাদের মতো এসব ব্যাথা নাই।
একটায় দুঃখ হঠাৎ আমারো হৃদয় পরিজন কাছে চাই।
তবু আমি খুব ভালো আছি এখানে নিজের মতো বাঁচি!
কেউ ছেড়ে যায়; কেউবা থাকে হৃদয়ের কাছাকাছি।।