. ভালোবাসার তরে শূন্যতা ভাসে
আমার হৃদয় পোড়া গন্ধ,
জ্বালা দিয়ে প্রিয়া অনায়াসে হাসে
আমি কেন আবেগে অন্ধ।
আবেগ ছাড়িয়ে যে বিবেকে বাঁচে
সুখ পড়ে রয় তারই কাছে,
প্রেমের জন্য বাঁচবে; পুড়বে আঁচে!
বাঁচার প্রচুর কারণ আছে।
বুঝে নাও তুমি আবেগ শীতল!
সব মিছে আর মায়াময়,
হৃদয় পোড়াবে আবেগী অনল
তাতে দিও নাকো প্রশ্রয়।
আবেগ মানেই সুখগুলো সব কাছে আসা বারণ!
আবেগ আবার সুখ-দুঃখের এক জটিল সমীকরণ।