আপনজন হারাবে কুয়াকাটার জলে
চরিত্র নিংড়ে খাবে বিশ্বাসের দাবানলে!
হায় নির্বোধ—
আমি যেন সয়ে সয়ে রয়েই গেছি
এতটুকু বিশ্বাস নিয়ে চরিত্রবানের দলে।

দেখেছো কি তুমি মরি মরি বাঁচি,
কবেকার আমি উড়িয়ে চলি চরিত্রের মৌমাছি!
দ্যাখোনি তো হায়—
দলে দলে কত লোক সেই মৌচাক কুড়ায়,
দেখেছো শুধু দুঃখের সুরেও মন খুলে নাচি।

থুবড়ে থুবড়ে পড়ে যায় বারবার বিভীষিকায়
তবু রয়েই গিয়েছি যেন হৃদয়ের কাছাকাছি।
ভুলেই যায় ভুল যত—সব; উঠে কলরব,
আমি যেন বারংবার কেবল মরি মরি বাঁচি।

ঝড় উঠে চলে যায় জীবনে জড়িয়েছে তুফান,
কত বিদ্রোহ-ঝঞ্জাট; এই এক অদ্ভুত চরিত্রবান।