বন্ধু সে তো স্মৃতির মাঝে অদৃশ্য বসবাস,
পৃথক-পৃথক শরীর ঘিরে একই নিবাস।
বন্ধু সে তো এক রেখাতে মিলেমিশে থাকা,
আলাদা হোক তবু হৃদয় প্রেমেতে ভরে রাখা।
বন্ধু সে তো ভালোবেসে কঠিন পথে দৌড়ায়,
বন্ধু মানে রঙ ছড়ানো বসন্তের কৃষ্ণচূড়ায়।
বন্ধু সে তো হারিয়ে যাওয়া সুখের খোঁজে লিপ্ত
বহুদিন পর এক হওয়াতে দুঃখ সংক্ষিপ্ত।
বন্ধু সে তো নিজের সুখ শুধু উজাড় করে দেই,
কষ্টে থাকে তবু বন্ধুর দুঃখের খবর নেয়।
বন্ধু মানেই সব সম্পর্ক পিছিয়ে রেখে যাওয়া,
বন্ধুত্ব মানেই আলাদা কিছু, সম্পর্ক আকাশছোঁয়া।