তাহার সম রহিয়াছে নাহি কোথাও
প্রণয়ে সে মোর অদ্বিতীয়া!
"তাহার লাগি নির্বাক-ক্লেশে'র গুঞ্জন
সে বসিয়াছে মম হৃদয় গাঁথিয়া।"
প্রেম সহসা নিধন করিলো কপটে
সে জমাইতে চাহিয়াছে পাড়ি!
আমিও ধ্বংসে বিধ্বংসী হইয়াছি
তবুও বিনয়ে দিয়াছি আড়ি।
আমি চলিতেছি পথ সঙ্গীহীন
কপটীয় সঙ্গী কেহ যেন নাহি পাই,
করিছি শপথ রহিবো অগ্রসরে ব্যথা-হীন
কপট-জন দৈনিক রঙ বদলায়।
তুমি নিঃসঙ্গে দ্যাখাও আহাজারি
কপটী প্রিয়তম গুপ্তে দিয়াছে পাড়ি,
জানিয়া রাখো এহেন সঙ্গী হৃদয়হীনা
নূতনত্বে ইহারা স্ফূর্তিতে'র ভিখারি।
শোনো বলিতেছি তব প্রণয়ের কথা
মুখে বিষ থাকিলেও রহিবে—
হৃদয় ভর্তি প্রেমে'র আকুলতা
বাহিরে সুখী হৃদয়ে কেবল অস্থিরতা।