আপসোস! হয়তো বুঝতে পারোনি। অথবা—
যখন পারবে, বড্ড দেরি হয়ে গেছে।
কোনো রজনী অথবা দিবসে
হঠাৎ দেখবে চোখ ভিজেছে।
নিজের ভুলগুলো ভাবতে ভাবতে...
অনায়াসে দেখবে উত্তর মিলেছে।
আপসোস! ভালোবাসা মেপে দেখোনি। অথবা—
যখন পাল্লায় তুলবে, সময় ফুরিয়ে যাবে।
প্রেমে পড়তে পড়তে একটা সময়
নিজে থেকেই প্রেম গুটিয়ে নিবে।
হঠাৎ মলিন হওয়া ফ্যাকাসে মনটা—
তোমার তুমিকেই ধিক্কার দিবে।
আপসোস! দ্যাখো তফাৎ কতো
তুমি আর আমিতে!
নিমিত্ত তোমার ভালোবাসা যেন চলতি
পথে মায়াতে জড়িয়ে করো বিনিয়োগ।
আমিও আবেগ বিহীন প্রার্থনা করি—
এই ধরা'তলে যে যারে চাই তারই হোক।