ফ্রেমের ভেতর বন্দি জীবনও খুঁজে ফিরে সুখ
তাই আজ সুখেরও হয়েছে অসুখ
যে বৃদ্ধটি পুরনো কাঁশি নিয়ে রিকসার প্যাডেল মেরে যায়
তাঁর শ্রমের নুনতা ঘামে উষ্ণ হয় স্বপ্নের সুখ
যে মেয়েটি প্রতি রাতে মাংসালি পুরুষের কামনার বৃষ্টিতে ভিজে
তারও চোখে জল আছে
আছে স্বপ্নের সুখ
যেখানে শুধু, আলো আসার আগেই অন্ধকার নামে প্রতিনিয়ত
যে শিশুটি টেম্পুর রডে ঝুলে জীবিকায় মত্ত
ঝুলে যাওয়া ভবিষ্যতে আটতে থাকা কচি চোখেও
স্বপ্নের রূপালি চাঁদ ওঠে
যখন সমবয়সি কারো কাঁধে ঝুলতে দেখে স্বরলিপির ব্যাগ
কারণ কিছু সুখ আলোহীন!