তুমি,
তুমি নও তো শুধুই তুমি।
তোমার মাঝেই আমাকে খুঁজি আমি।
আমার পূর্ণতা নয় অন্য কোথাও
তা-তো পূর্ণতা পায় শুধুই তোমার মাঝে,
তুমি কি জানো?
আমার সন্ধ্যা প্রতি সন্ধ্যায় তোমার সাজেই সাজে।
ঘুম আমার, স্বপ্ন আমার
তোমার নামেই সব,
শুনেছো কখনো?
চড়ুই পাখিটা তোমার নামেই
করে চলে কলরব।
ক্ষুদ্র হাসিটা বৃহৎ ঠেকে
তোমার ঠোঁটের ভাজে,
দেখেছো কখনো?
ফুলের মঞ্চে প্রজাপতিরা
তোমার গানেই নাচে।
তোমার খোঁপায় ফোঁটা একটি বকুল ফুল
আমার কাছে হাজারো ম্যাগনোলিয়া,
আরও কী জানো?
তোমার মুক্ত চুলের গন্ধ যেনো
ফ্রেঞ্চ পারফিউমের সুগন্ধ জাগানিয়া।
ও মা,সব তো দিলাম তোমার নামে
রইলো না তো কিছুই আমার কাছে
না থাক কিছু,
চড়ুই,সন্ধ্যা ম্যাগনোলিয়ায়
পাবো তো তোমায় খুঁজে।
জানি হাসছো তুমি
আমার কথা শুনে,
হাসতেই পারো,
এমন পাগলের মতো প্রলাপ -বচন
শোনোনি হয়তো জীবনে।
তুমি
তুমি হতে পারো নগন্য কোনো প্রাণ,
তবে জেনে রেখো,
সেই নগন্য প্রাণেই
আমার অধিষ্ঠান।