বছর পাঁচেক আগে
তোমায় দিয়েছিলাম একটি গোলাপ
সেই গোলাপটি বলতো অনেক কথা
গল্প বলতো তোমার আমার প্রেমের
তোমার কাছে সে জানান দিতো আমার ভালোবাসা।
সেই গোলাপটি নিশ্চুপ আজ
বলে না সে আর কথা
প্রেমের গল্প বলে না সে তো আর
করে না সে আর প্রণয় কাব্য রচনা
হারিয়ে গেছে তার সুগন্ধের ভাষা।।
মৃত সেই গোলাপটি দাঁড়াবে না আর
ডাকবে না তোমায়,বলবে না কিছু
তোমায় সে আর শোনাবে না কোনো গান
করবে না সে তোমার সাথে অভিমান
দেবে না তোমায় আমার সান্নিধ্যের অনুভূতি।
হয়তো সেটার মূল্য নেই কারো কাছে
কেউ সেটাকে দেখবে না আর ছুঁয়ে
তার পাগল করা সুগন্ধভরা বাণী
কেউ হয়তো শুনতে চাবে না আর
তবু তোমার যত্ন রয়ে গেছে তার প্রতি।।
তোমার কাছে সে কথা বলে আজও
সুগন্ধ তার জীবন্ত এখনও
নীরস, নিথর ফুলখানি যেন
রয়ে গেছে প্রাণবন্ত
আমার স্পর্শসুখ তুমি খুঁজে পাও আজও তার মাঝে।
ভালোবাসো তুমি আমায়
তাই আমার স্পর্শের খোঁজে
হাতরে মরো মৃত একটি ফুল
আমার দেয়া একটি গোলাপে
তাই সাজিয়েছো বাগান রূপপ্লাবনীয় সাজে।।
আমার পুরনো কথাগুলো
আমার গাওয়া গানগুলো
কবিতা,ছন্দ সবকিছু
তুমি খুঁজে পাও তার মাঝে
আমার ছোঁয়ার অনুভুতি সে আজও দেয় তোমার মনে।
ওই গোলাপটিকে ঘিরে
কত চিঠি লিখেছো মনে মনে
কত গেয়েছো গান গোপনে
আর জানিনা তো কতোবার
গোলাপটিকে হাতে নিয়ে আমি এসেছি তোমার স্বপনে।।
গোলাপটা আজ মৃত
তবু তোমার কাছে সে জীবিত
নীরস, শুষ্ক দেহের মাঝে
আজও সে প্রাণবন্ত
তার সাথে বুঝি আজও করো তুমি গল্প।
জানি তো সেটা
তার সাথে বলো কথা
সেও তোমায় শোনায় অনেক গান
ভালোবাসো তুমি আমায়
তাই তার মাঝে খোঁজো আমায়,যতই হোক সে কল্প।।