সারাটি জীবন ধরে
সাহিত্য আমি রচনা করেছি অনেক
সাহিত্য যেন হয়ে দাঁড়িয়েছে নেশা
তাই জীবনের শেষ ঘন্টায় রচনা করলাম
জীবনের শেষ ও সবচেয়ে পরিণত সাহিত্য খানা
এক বাক্যের একটি সুইসাইড নোট।
সারাটি জীবন ধরে
সাহিত্য আমি রচনা করেছি অনেক
এবার লেখার আগে পড়েনি মনে
তোমার ঠোঁটে চুম্বনের মিষ্টতা ভরা স্বাদ
এবার ঠোঁটের মাঝে সিগারেট নিয়ে
স্বাদ নিয়েছি ধোঁয়ারূপী নিকোটিনের।
সারাটি জীবন ধরে
সাহিত্য আমি রচনা করেছি অনেক
তবে এবার মনে আসেনি স্মৃতির বসন্ত
দেখিনি আকাশে আলোক রশ্নিচ্ছ্টা
এসেছে শুধুই একাকীত্বের শৈত্যপ্রবাহ
দেখেছি শুধুই বিষণ্ণতার কালো মেঘের ছায়া।
সারাটি জীবন ধরে
সাহিত্য আমি রচনা করেছি অনেক
তবে এবারের সাহিত্যে নাই কোনো প্রেম
নেই তোমার স্বপ্নে ঘেরা রাতের গল্প
আছে শুধুই বিশ্বের যত ঘৃণা
আছে অনিদ্রার তিক্ততায় গড়ে ওঠা অভ্যস্ততা।
সারাটি জীবন ধরে
সাহিত্য আমি রচনা করেছি অনেক
এবারের সাহিত্যে গল্পটা ভিন্ন
এবারের গল্পে আছে ফাঁসির দড়িতে আমার আলিঙ্গন
চেয়ারটা হতে চাইল শেষ অবলম্বন
অনেকটা অভিমান করেই তাকে দিলাম ঠেলে।
সারাটি জীবন ধরে
সাহিত্য আমি রচনা করেছি অনেক
সবকটাতেই ছিল কারো না কারোর নাম
জীবনের শেষ সাহিত্যে স্বার্থপর হয়ে
কাউকে বিন্দুমাত্র কৃতিত্ব না দিয়ে লিখলাম শুধু
"আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।"