নতুন এক সময় নিয়ে
তুমি তো আছো আজ বেশ ভালো,
তবে আমি কেন হই অপারগ
ভুলে যেতে সেই পুরনো সময়গুলো?
তোমার আমার প্রেম ছিল না তো দুজনার
তাতে জড়িয়ে ছিল অনেক অনুসঙ্গ,
সব আছে ঠিক নেই শুধু তুমি
সবকিছুতে নিজেকে লাগে নিঃসঙ্গ।
তোমার প্রতি ভালোবাসাটা জীবন্ত
তোমার ফেরার আশাটাও আছে,
হয়তো তুমি একে বলো উন্মাদনা
কিন্তু এটাই ভালোবাসা আমার কাছে।
ওই ফুচকাওয়ালাটা দাঁড়িয়ে আছে আজও
আজও তুমি ওটা ভালোবাসো বোধহয়,
তুমি নেই তবু তোমাকে করি অনুভব
মনের কাছে শূন্যতা কিছু নয়।
আজও মানিব্যাগে টাকা নেই
কিন্তু চাপ নেই মনের ভেতরে,
তোমার ওই ছবিটা দেখে আজও
শান্তির জলে যায় দুইচোখ ভরে।
আজও জেগে থাকি রাতভর
কিন্তু কথা বলে নয় তোমার সাথে,
কেটে যায় রাত খুবই তাড়াতাড়ি
হয়ে নির্ঘুম, সিগারেট নিয়ে হাতে।
আজও রাতে বসে বসে গুনি তারা
খুঁজে পাই তোমাকে তাদের মাঝে,
কিন্তু কেন আজ তা লাগে অলীক?
কেন পাইনা তোমায় আর সেই সাজে?
জানি তুমি আর ফিরে আসবে না
আসবে কেন? আছো তো বেশ ভালো,
আমার অন্ধকারের থেকে বেরিয়ে
খুঁজে তুমি পেয়েছ নতুন আলো।
আবারও রাত বিরাত এ জ্বালবে আলো
সবকিছু ভুলে গিয়ে বাসবে ভালো,
আশাগুলো ব্যর্থ হতে হতে বারবার
নৈরাশ্যের মাঝে আজ জমকালো।
হোক না সে ছোট্ট একটা চায়ের কাপে
দয়া করে আমায় তুমি মনে রেখ,
চাইবো না কিছু, বলবো শুধু
অবনী, তুমি ভালো থেকো।