গাইনি তো কোনো গান আমি
যবে থেকে হারিয়েছি তোমাকে,
স্মৃতিগুলো শুধু ফিরে আসে বারবার
অশ্রুসিক্ত করে আমাকে।
গলার সুর গুলো হারিয়ে গিয়েছে
রয়ে গেছে স্মৃতি শুধু কাঁদায় আমাকে,
গানেরা ফিরিয়ে আনে স্মৃতি
আর স্মৃতিরা ফিরিয়ে আনে তোমাকে।

লিখেছি তো কবিতা অনেক
পাইনি কোনো শিরোনাম খুঁজে,
শিরোনাম হীন সেই কবিতাগুলো
রয়ে গেছে কাগজের ভাঁজে।
কবিতার ছন্দ হারিয়ে গিয়েছে
কথাগুলো ডাকে শুধু আমাকে,
কবিতা ফিরিয়ে আনে স্মৃতি
আর স্মৃতিরা ফিরিয়ে আনে তোমাকে।

কফির কাপে তো কতো দিয়েছি চুমুক,
হারিয়ে গেছে নিদ্রাহীনতার স্বাদ,
তবুও হাজারবার টেষ্ট করে দেখি
বুঝি না তো কি পড়েছে বাদ।
কফির পুরনো স্বাদ হারিয়ে গিয়েছে
তোমার ঠোঁটের স্বাদ মনে পড়ে প্রতি চুমুকে,
কফির কাপ ফিরিয়ে আনে স্মৃতি
আর স্মৃতিরা ফিরিয়ে আনে তোমাকে।

তোমার দেওয়া ঘড়িটা হাতে নেইনি আর
হয়তো তা পড়ে আছে পুরনো বাক্সের মাঝে,
জানিনা তা ঠিক আছে না কি নেই
হয়তো সেটা টিকটিক করে বাজে।
সময়ের অপেক্ষা হারিয়ে গিয়েছে
মেসজের আওয়াজ আজও বাজে বুকে,
আওয়াজটা ফিরিয়ে আনে স্মৃতি
স্মৃতিরা ফিরিয়ে আনে তোমাকে।

স্ফুলিঙ্গের ন্যায় স্মৃতিগুলো তোমার
নেই যার স্থায়ীত্ব, আছে তবু উত্তাপ,
না,সেগুলো ছেড়ে যায়নি আমায়
বুকের মাঝ বাড়িয়ে যাচ্ছে চাপ।
তোমার ভালোবাসা হারিয়ে গিয়েছে
স্মৃতিগুলো তবু কাঁদায় আমাকে,
কান্না ফিরিয়ে আনে স্মৃতি
স্মৃতিরা ফিরিয়ে আনে তোমাকে।