ডেকেছি তোমায়, ডেকেছি অনেকবার
ফিরে পেতে চাই স্পর্শ তোমার
ফিরে যেতে চাই আবার তোমার কাছে
চাই হারিয়ে যেতে নতুন করে
হাতে হাত ধরে অচেনা কোনো শহরে।
সেই শহরে হবে সূর্যোদয়
সে আলোটা হবে তোমার আমার নামে
সে শহরেই হবে সূর্যাস্ত আমাদের
অতঃপর রাতে নামবে গভীর আঁধার
আমাদের নামের অন্ধকার ছেঁয়ে যাবে এই নগরে।
পাপের নগরী শূন্য হবে তারপর
চারপাশ আমাদের হয়ে যাবে স্তব্ধ
বিচারকেরা ঘুমিয়ে যাবে তখন
আইনশৃঙ্খলা রক্ষাকারীরা থাকবে না জেগে
তখন কিবা অপরাধ যদি হাঁটি হাতে হাত ধরে।
মনের মাঝে জাগবে হয়তো ভয়
কী হবে যদি ঝাঁপিয়ে পড়ে মনুষ্যত্বের দূতেরা?
সেই মনুষ্যত্ব যদি আলাদা করে আমাদের?
সেই মনুষ্যত্বের নিকুচি করি আমরা
যেই মনুষ্যত্ব দেবে বাঁধা থাকতে আমাদের এক ঘরে।
সেই নগরে কুয়াশাবিন্দুরা সজ্জিত হয়ে
নির্মাণ করবে দৃষ্টি অগোচর দেয়াল
সেই দেয়ালের মাঝে হবো আমরা অদৃশ্য
কাব্য হবে রচিত মনে আমাদের
হবো স্পর্শসুখেউন্মাদ আমি তোমায় জড়িয়ে ধরে।
এই স্বপ্ন হয়তো দেখো না কখনো তুমি
তাই তোমার কাছে এসব হয়তো নিছক উন্মাদনা
তবু একবার এসো ফিরে, শুধু একটিবারের জন্য
একবার শুধু পেতে দাও স্পর্শসুখ তোমার
তাতে থাকুক নাহয় করুণা, প্রেম নাই বা থাকুক অন্তরে।