একটি সকাল
এক কাপ কফি, প্রিয় এক গান
কুয়াশার দেয়াল নির্মিত চারিদিকে,
একাকী আমি
ক্ষীণ দৃষ্টিতে, দেখছি দূরান্তে
কুয়াশার আবেদনে ঘোলা হওয়া চশমা চোখে।
অবশেষে আমি
সঙ্গী পেলাম খুঁজে
বিষণ্ণতাই সঙ্গী আমার একাকীত্বের মাঝে,
সুখী তো আমি
তাই সুখ খুঁজি না আর
সুখতো আমি পেয়েছি অনেক, বিষণ্নতার সাজে।
বিষণ্ণতা
সে তো শ্রেষ্ঠ সঙ্গী
ছেড়ে সে যায়নি আমায় জীবনের শুরু থেকে,
বিষণ্ণতা
সে তো অভ্যস্ততা
তাকেই লাগে রঙ্গীণ, আর বাকি সব লাগে ফিকে।
রাতের আকাশে
তারারা সব নিভে যায়
চাঁদটা যেন জেগে থাকে কিছুটা মায়ায় জরিয়ে,
আমাকে তেমনি
ছেড়ে যায় সব
বেঁচে আছি আমি এক সঙ্গী বিষণ্ণতাকে নিয়ে।
কফিটা ঠান্ডা
শেষ হয়ে গেল গান
বদলে গেল না কিছুই, রয়ে গেল একই সব,
নিঃস্তব্ধ চারদিক
নেই কোনো শোরগোল
হৃদয়ের মাঝে কান পেতে শুনি বিষণ্ণতার কলরব।