প্রিয়তমা আমার
শুভেচ্ছা নিও প্রাণভরা
আজ তোমায় মনে পড়ছে খুব।
তুমি আর আমি
আমরা দুজন একসাথে
হেঁটেছি কত পথ।
যদিও ছিলাম যোজন দূরে
হয়নি দেখা বছর ধরে
তবুও ছিলাম হাতটি তোমার ধরে।
বারান্দায় দাঁড়িয়ে আমি
তোমার বারান্দায় তুমি
এভাবেই আমরা কফি খেয়েছি একসাথে।
ছাঁদে দাঁড়িয়ে দুজন
বলেছি কতো কথা
কথাগুলো সব রয়েছে বেঁচে আজও।
মনে পড়ে? অধরার পিছে
দৌঁড়েছো কত দূর?
ছিলাম না তবু ছিলাম তোমার সাথে।
বৃষ্টি হলেই মনে হতো
যেন ভিজছি দুজন একসাথে
যখন বৃষ্টির জল আসতো জানালা দিয়ে।
আজ কফির কাপ খালি
বৃষ্টির সম্ভাবনা নেই
তাই পাচ্ছি না তোমায় কাছে।
শুধু মনের মাঝে
তোমার কন্ঠস্বর
শুনছি আমি বারবার।
চিন্তা নেই কোনো
আজ না হলেও
হবে কোনো একদিন।
শুধু সেইদিনের জন্যই
অপেক্ষা করে বাঁচি
কবে আসবে সেইদিন।
চিঠিটা হয়তো পাবেনা
তবে উত্তর দেবে জানি।
ইতি- তোমারই প্রেমিক।
পুনশ্চ : আমার বাগানে
ফুটেছে একটি গোলাপ।
তোমার জন্য তোলা রইলো সেটি।