আপনি যা বলবেন আমি ঠিক
তা-ই করব, তা-ই খাব, তা-ই পরব, তা-ই গায়ে মেখে
বেড়াতে বেরোব
আমার নিজের জমি ছেড়ে দিয়ে চলে যাব কথাটি না-ব'লে ।
বলবেন, গলায় দড়ি দিয়ে
ঝুলে থাকো সারারাত । তা-ই থাকব । ---শুধু
পরদিন যখন বলবেন
এইবার নেমে পড়ো
তখন কিন্তু লোক লাগবে আমাকে নামাতে
একা একা নামতে পারব না ।
ওটুকু পারিনি ব'লে অপরাধ নেবেন না যেন !
(কাব্যগ্রন্থ : শাসকের প্রতি, ২০০৭)