আমি সমুদ্র দেখিনি
তাই ঔদার্যের সংজ্ঞা টুকু আজও অজানা
অধরা আজও কাঙ্খিত স্বর্গীয় গৌরব
আমি ঈশ্বর দেখিনি
তাই রক্ত মাংসের না-ঈশ্বর ছুঁয়ে
লালন করেছি
ঐশ্বরিক পরিতৃপ্তি
সবুজের পরিণয় আর
বাসরজাগা সন্ধ্যামালতীর
ব্যবধান টুকু বাঁচিয়ে রেখেছি
ধর্মনিপুণ নারীত্বের জঠরে
তুমি ধর্ম চিনেছ
কর্ম জেনেছ আজীবন
ধনুক হাতে বিদ্ধ করেছ অভিসারী প্রজাপতি
দ্বিখণ্ডিত বীজমন্ত্র,সৃষ্টির অভিলাষ
কি হতো আরেকটা প্রাণ বনবাসী হলে
কি হতো মুক্তি পেলে প্রাসাদীয় অরণ্যযাপন
অথচ পাতাল প্রবেশের আগে ও পরে
অহরহ ঘটে গেছে
অপেক্ষাদের অতল প্রবেশ
উপেক্ষিত নিরবতা লিখে গেছে
সিঁথির সিঁদুর আর শক্তিশেলের
জয়-পরাজয় কাব্য