অকালবৃদ্ধ আবাসন ঘেঁসে নিশ্বাস নেয় চাঁদ ।।
ডায়াবেটিক শরীর,কষ্টার্জিত ঘাম ঝরিয়ে ফিরে আসে এশিয়ান পেইন্টস এর সুগন্ধ খুঁজে।
দুচোখ বোজে দিন যাপনের দায় ।
দেওয়ালে সাজানো এল.ই.ডি স্ক্রিন মানুষ গড়ছে প্রতিনিয়ত একএকটা ব্রেকিং নিউজ স্লটে ।
গ্রীনটি র সাথে আরামকেদারা সহিষ্ণুতার চর্চা শিখছে বসে।
আরেক পাশে পরিকল্পিত কনভেন্ট ধাঁচে শ্বাস নেয় আগামীর কিছু আশা।
ভালোবাসা?
সাজানো ফ্রেমে ঘুরেফিরে আসে চা-বাগান ছুঁয়ে সাগর পেরিয়ে লাল চেলি পড়া লাজুক চোখের কোনে । ।
স্বপ্নের বাতায়নে-
নীল পর্দায় ঢাকা পড়ে থাকে রাত জাগা লাল যত ।
অক্ষত! ব্যলকনি জোড়া সখের বাগান, সবুজও তো বেঁচে আছে । ।
আকাশের খুব কাছে ,লিখে রাখা আছে পাসওয়ার্ড শান্তির ।
লাখে পাওয়া নীড়-
দীর্ঘশ্বাসে সেভ করা আছে এ মাসের ই.এম.আই ।
তবুও শান্তি চাই !