আধখাওয়া চাঁদের মুখে একদলা থুতু দিয়ে ছেলেটা বলে গেলো,"যা,আজ থেকে কলঙ্ক তোর সঙ্গী হলো ।"
চাঁদের আলোয় তখনও ডানা ঝাঁপটাচ্ছে দুঃস্বপ্নের রাত !
স্মার্ট ফোনের চিকন স্ক্রিনে, অযাচিতেই বাড়িয়েছিলো নীল ছবিরা হাত ।
এড়িয়েছিলো,চাঁদের আলো প্রথম সেদিন দূষণ চিনেছিলো!
এবার বোধহয় অবোধ ছাত্রীর শিক্ষা প্রয়োজন।।
তাই বাস স্টপেজের পাশে ভাঙ্গা সাইকেলে অপেক্ষাতে প্রাইভেট টিউটর!
আজকের বিষয় : অ্যাসিড রেইন !
দুর্ভাগ্য? পড়া হয়নি সেদিন . . . .
আজকে তাই দুঃস্বপ্নেরা স্পর্ধার সীমা ভেঙ্গে-
শিখিয়েগেলো,"বুঝলি,এবার দূষণ কাকে বলে ? "