মনখারাপের বাগান জুড়ে ইচ্ছে ভাঙ্গা কাঁচ ।
চলতে ফিরতে রক্তক্ষরণ পায়ের পাতায় । ।
শরীর জুড়ে দগদগে ঘা,পাওনি জানি আঁচ ।
বিস্মরণে শুকনো গোলাপ স্মৃতির খাতায় । ।
বুকের ভেতর গুমরানো সুখ,অগোছালো, তাও-
দুঃখ গুলো গুছিয়ে রাখি চার দেওয়ালে । ।
দেরাজ খুলে দুয়েকটা দেখতে যদিও পাও,
কদিন চাঁদের পাওনি দেখা- নেই খেয়ালে । ।
নীল চাদরের উষ্ণতারাও বেয়াড়া আজ ।
চাইলে তাদের মোমের আলোয় পাইনা দেখা । ।
আগুন,সে তো আগুন হয়েই পোড়ালো সাজ ।
পোড়া ফাগুন ফুল বাগিচায় দাঁড়িয়ে একা । ।