তোমার আসার অপেক্ষায়-
এলাচগুঁড়োর গন্ধ মেখে দাঁড়িয়ে ছিলো সময়,
পাইন গাছের মতই দীর্ঘ হয়ে ।
আকাবাঁকা পথের শেষে ঘুমন্ত খাদ!
নিশ্চিত মৃত্যু জেনেও পথেই খুঁজেছি প্রাণ ।
পাথরের খাঁজে সুপ্ত জীবাশ্মগুলোকে বারবার জাগিয়ে চেয়েছি "আশা ! "
একটু "আশা" দেবে আমায় ?
আত্মাভিমানে জড়িয়ে থাকা ফার্ণগুলো নির্বাক হয়ে তুষারপাতের স্পর্শ খুঁজেছে আবহাওয়ার পূর্বাভাসে।
তুমি কি কোথাও আছো ?
তুমি কি ছিলে কোথাও পিছল পথের বাঁকে?
কোথাও,কিশোরী মেঘের আলিঙ্গনে লুকিয়েছিলে মুখ?
কুয়াশা ছেঁড়া দৃষ্টি আমার ধূসর,শুধু ধূসর-
একটার পর একটা বন্ধ্যা জমি পার করে ছুটে চলে বন্য অর্কিডের নেশায় ।
ঝুলন্ত সেতুর পাশে অধীর অপেক্ষায় কাটে শিরশিরানি রাত ।
জমাট কুয়াশা শেষে স্বচ্ছতা বুকে নিয়ে,
ভালোবাসা,তুমি কি ফিরবে আবার?