কোথায় তোমার খড়গ কৃপাণ মা?

কোথায় তোমার তৃতীয় নয়ন ? ত্রিশূল কোথায় ?
দুধের শিশু রক্তে মেখে মাটিতে লুটায়।
কোথায় তোমার অসুরবিনাশী রূপের ছটা ?
দুটাকার ওই মোমবাতি আর পুড়বে কটা ?

নাকি তুমিও আজ ভার্চুয়ালেই মন ভরাবে।
পুড়ছে পুড়ুক মায়ের মন,তুমি নাহয় শেষে এসে খই ছড়াবে।


(একটা নির্মম ঘটনার পরিপ্রেক্ষিতে এই কটা লাইন
জানি,কাগুজে প্রতিবাদে কিছু হয়নি কোনদিন,হবেও না
তবুও কলমের স্বভাব- ধংসস্তুপের উপরে বসেও নতুন সূর্য দেখবে )