হুঁশ ছিলনা বেহুঁশ রাতের শেষেও,
মান হারালো মানিক হওয়ার সাধ ।
ফ্ল্যাশের আলোয় ফিরলো যখন হুঁশ,
আকাশ বাতাস জুড়ে বইছে অপবাদ।
মেয়েমানুষ যে,দোষ ছিলো এতোখানি!
তাইতো তাকে শুনতে হলো ধিক্ ।
চোখের আবার দোষ হয় কক্ষনো ?
আদিম রিপু ? সেতো নিতান্ত স্বাভাবিক ।
দুদিনের হলেও,দেবীই হলো সে,
বোকাবাক্সে,কাগজের মন্দিরে ।
মোমবাতিরও কদর বাড়ছে বেশ-
কুটিরশিল্প ! শিল্পায়নও হচ্ছে ধীরে ধীরে ।
আর কি চাই,খাচ্ছি দাচ্ছি-
কাপড় কাচছি,দামী সাবান নিয়ে ।
রক্তের দাগ ? ঘুচবে অনায়াসে ।
শান্তি কিনবো সহিষ্ণুতা দিয়ে । ।