ঠোঙ্গা বেচে খাবার কেনে মেয়ে ।
ত্রিশটা ঠোঙ্গা,একটা রুটির দাম ।
আরো বিশটা,তরকারিটাও পাবে
আরো একটু খাটলে পরেই-
থাক্ এর বেশি আর অঙ্ক জানেনা সে।
সাত সকালে ফুল কুড়িয়ে আনে,
গোলাপ,সাথে জঙ্গলি ফুলের তোড়া।
সিগন্যালে রোজ রঙ্গিন কাঁচের সারি।
হাত বাড়িয়ে সোহাগ বেচে ফুলের-
জানেনা সে ভালোবাসার মানে ।
দুপুর রোদে ঠান্ডা ভাত,আধপেটে চোখ বোজে ।
সন্ধ্যে নামে সবুজ মাঠের ধারে,
সূর্য ডোবে,আঁধার নামে খুব ।
শৈশবটাও টুপ করে দেয় ডুব ।
স্বজন হারা কিশোরী মেয়ে বেচার জিনিস খোঁজে । ।
ত্রিফলার নীচে রাত্রি নামলে শরীর চলেনা আর-
গল্প শোনায় রক্তচোষা মশার দল ।
রাতজাগা যত শ্বাপদ শেখায় তাকে,
ঠোঙ্গা,ফুল ছাড়া আরো কিছু আছে বেচবার !