সুখ সুখ করে মন অসুখই তো পায়।
বাধ্য সঙ্গম শেষে,নিয়ে অতৃপ্তির দায়।।
মন শুধু জেগে থাকে,রাত হয় গাঢ়।
জন্মের দাগ বলে,সওয়া বাকি আরো।।
ঘষে ঘষে ক্ষয়ে যায়,জানা আছে তাই।
পাথরের গায়ে প্রেম লিখে রেখে যাই।।
খসে যেতে যেতে তারা,বলে যায় শুনি।
জোনাকির আয়ু নিয়ে তবু দিন গুনি।।
মুঠো ভরা হার জিত,তুমি আর আমি।
রাতের এ বিছানায় কে বা বেশি দামী।।
অনেক তো কষলাম,খাতা হলো শেষ।
দিন তবু বয়ে চলে এ রাতের রেশ।।