#এক
শুধু মরীচিকা জানে মরুযাত্রীর
প্রতিটি ভুরুর ভাঁজ।
আয়নাই শুধু হিসেব রেখেছে
বেমানান যত সাজ।
ছন্দই জানে শব্দেরা দিনে
কতবার হলে খুন-
ছন্দপতন প্রসব করেছে,
যত অপরিণতর ভ্রুণ !
ভাঙ্গা খাঁচা জানে মরবার আগে
কত সুখী ছিল ময়না।
পুড়ে গেলে তবে,পোড়া মন বোঝে
ভালোবাসা তার সয় না।
#দুই
নিশ্বাস আর নিশ্বাসে মেলে
অভিসারী রাত দীর্ঘশ্বাসে।
আঙ্গুলে আঙ্গুল,চিবুকে চিবুক-
মনে মনে মিল ? কোথা সে ?
দিন লিখে রাখে চেনা স্বরলিপি
পালা বদলের শেষে।
লাল বর্ণের বিভাজিকা হয়ে
কপাল কপালে মেশে।
জীবনে জীবন মিশে যায়
তবু বুকের বাঁ পাশে ক্ষত!
ইচ্ছেরা সয় প্রসববেদনা
কুমারী মায়ের মতো।