শব্দবাজির বুক চিরে পেরিয়ে গেলো আর একটা আলোর উত্সব।
ক্লান্তি নিয়ে খসে পড়ছে কৃত্তিম আলোর মালা,আকাশে তারা খসার মতো।
কংক্রিটের বাজারে কৃত্তিমতা বিক্রি হয় জীবনের দামে।
চোখ ধাঁধানো লেজার লাইটে- আইফেল টাওয়ার দেখেছিলাম এক পুজো মণ্ডপে।
আজ দেখছি শুধু আগুন !
মানুষ তুমি আলো আর আগুনে তফাত ভুলে গেছো !
ধর্ম ভুলে গেছো -
মনে রেখেছ ধর্মের নামে টাটকা রক্তের স্বাদ!
রোজ নিয়ম মেনে সূর্য ওঠে,চাঁদ হাসে।
ওদের চোখে জল পরে না,বুকে রক্ত ঝরে না।
নিরাপদ দূরত্বে থেকে ওরা আগুন জ্বললেও আলো পায়,আঁচ পায়না
মানবিকতাও কি এতটাই দূরে থেকে
নিরাপত্তায় আত্মসুখ খোঁজে?