শাল পিয়ালের আসর ছেড়ে,
যাচ্ছি আমি অনেক দূরে।
ওক পাইনের মাথার শেষে পথের নিশান খুঁজি।
সৃষ্টিছাড়া মেঘেরা দল-
বলছে আমার সঙ্গে চল।
বৃষ্টি ভেজা পিছল বাঁকে পথ হারালো বুঝি !
রূপকথারা আজকে ভীষন চনমনে।
চুপকথারাও গান ধরেছে আনমনে।
গতির সাথে তাল মিলিয়ে থামছে বারে বারে।
দুপাশ ভরা ফুলের সারি,
দেখতে বড়ই মনোহারি।
ভাবছি মনে এলাম বুঝি আরেক স্বর্গদ্বারে!
কোথাও হালকা কোথাও ঘন।
মেঘের বিরাম নেই কখনও।
কল্পলোকের মেঘবালিকা আজ পাহাড়ের মেয়ে।
উত্তেজনা থামছে না আর,
হঠাত্ যদি মৌন পাহাড়-
হুড়মুড়িয়ে মেঘ উড়িয়ে বুকেই আসে ধেয়ে!
শিরশিরানি ঠান্ডা বাতাস।
তুষার পাতের দিচ্ছে আভাস,
দুয়েক ফোঁটা ঠান্ডা জলে হাত জমছে হাতে।
ধন্য হলো চক্ষু জোড়া।
সহজ নয়তো পাহাড় চড়া-
স্বর্গ, সাথে নরক টাকেও পেলাম যাত্রাপথে।