অনুভূতি গুলো কবেই ডোডো পাখি হয়ে উড়ে গেছে নিরুদ্দেশের পথে-
সংরক্ষণ করা হয়নি।
তবুও বর্ষা দিনে ময়ূরের নাচ দেখে বলি," বাহ্,অনন্য সৃষ্টি! "
তবে কি মনের গভীরে কোথাও একটা স্যানচুয়ারি আছে !
আছে বইকি, তাইতো মর্গের পাশ দিয়ে কাটা লাশের গন্ধ নিতে নিতে ধনতেরসে সৌভাগ্য কিনে আনি।
রাতের আঁধারে মনের অভয়ারণ্যে খুঁজে বেড়াই লুপ্তপ্রায় পশুর পদচিন্হ।
আমরা যারা রক্তের প্রতিবাদে মিছিলে ঘাম ঝরিয়ে এসে বাড়ীতে মশলা দিয়ে মাংস রান্না করি-
সহজেই ফিরে পাই ঝরে যাওয়া ক্যালোরি।
অনুভূতি গুলো তুলে রাখি ফ্রিজারের তাকে।
পরের দিন আড্ডায় গরম গরম পরিবেশন করবো,মাইক্রোওভেন তো আছেই।