স্কিৎজোফ্রেনিয়া নাকি বংশানুক্রমিক !
বাবার মুখে শুনেছি দাদু বিছানায় শুয়ে বলতেন," রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে ! লোকটার হাতে একটাও অস্ত্র নেই...
ঘোড়ার খুরে মরা কান্নার আওয়াজ! "
আমিও দেখি-
উন্মত্ত ষাঁড় রাস্তার মাঝে !
আহা,কত সখ করে মেয়েটা আজ লাল শাড়ী পড়েছিল
সিঁদুরে লাল !
দেখি, টেবিলে গোছানো অজস্র বই,
এলোমেলো খাতা !
একটা অসমাপ্ত লেখা,পাশে কলমের ভাঙ্গা নিব.
লেখক টেবিলে মাথা রেখে চিরনিদ্রায়-
খোলা পাতায় রক্তের দাগ !
দেখি খেলতে খেলতে মিলিয়ে গেলাম সাগর জলে!
বালির সাথে মাখামাখি হয়ে পড়ে রইলো,পুতুলগুলো,রান্নাবাটি
রাতজাগা তৃপ্তি আর অতৃপ্তির কিছু ক্ষত!
ঢেউ এসে নিয়ে গেলো খেলাঘর.