"দাদা,বুকের কাপড়টা আর একটু....
হ্যাঁ হ্যাঁ ওই দাগ টা পর্যন্ত"
ক্যামেরার লেন্স ফিট করতে করতে একজন ক্যমেরাম্যানকে বলতে শুনলাম!
তখনই বুঝলাম " আমি বেঁচে আছি ! "
বিনিদ্র রাত টা পার করে উদীয়মান লাল সূর্যের দিকে তাকিয়ে আমি এখনও বেঁচে !
লাল লাল লাল......
রক্তের লাল,লোভের লাল,পাশবিকতার লাল !
চারপাশে শুধু ক্ষুধার্ত শাপদ,মাংসের গন্ধে ওঁত্ পেতে বসে আছে.
একটা দুটো শকুনের ছায়া-
কাক ভোরে তারাও চঞ্চল.
পৃথিবীটা যেন তাদেরই একার !
বাসি মাংস,ছুঁয়ে দেখা,শুঁকে দেখাও তো স্বভাবসিদ্ধ.
আর দূরে আনাগোনা করছে কিছু পোষা অ্যালসিসিয়ান!
স্পর্শ না হোক,দৃষ্টি সুখে বাধা নেই মনিবের.
এসব দেখেই বুঝলাম আমি এখনো বেঁচে আছি !
বন্য সভ্যতার দায় নিয়ে,এই মানবজন্মের গর্বে গর্বিত হয়ে বেঁচে থাকবো আরও বেশ কয়েকটা বছর.
মৃত্যু নেই,মৃত্যু নেই এ পাপিষ্ঠার.
তোকে জন্ম দেয়ার পাপ !
তুই মরে গিয়ে বেঁচে গেলি রে সোনাই
তোর কোনদিন আর আমার মত ধর্ষিতার মা হয়ে বাঁচার সুযোগ হবে না.