#এক
ফুটিফাটা মাঠ,ঠিক যেমন আর্ট এক্জিবিসোনে কোলাজের কাজ!
মুগ্ধ চোখের বাহবা কুড়োয়-
কোটি টাকায় কেও বা বিকোয়-
বেঁচে থাক শিল্পীর শিল্প!
বেঁচে থাক একবুক আশা নিয়ে হাভাতেরা,
আসছে অঘ্রানে না হয় কাটব ফসল,এ অঘ্রানে কব্জির শিরা কাটি।
#দুই
শীত তো দরজায় দাঁড়িয়ে,না বললেও আসবে।
শুকনো চামড়া,শুকনো ঠোঁট,শুকনো বুকের পাঁজর।
লাইনে দাঁড়িয়ে সামনের বাড়ীর ছাতে আকাশ বাতি দেখি,কার্তিক যায় যায়-
এ হেমন্তে বসন্ত না এলে খাব কি !
বাবুরা তো বললেও আসেনা আজকাল।
#তিন
বাড়িটায় শেষ আলো জ্বলেছিলো দিওয়ালির রাতে।
সেই রাতের পর থেকেই তো ছেলেটা আর বাড়ী ফিরলো না!
গতবছর কাশ্মীর থেকে কেনা লেদার জ্যাকেট টা খুব প্রিয় ছিল ওর।
শুনছো,জ্যাকেটটা একবার সময় করে দিয়ে এসো।
পোস্টমর্টেমের সময় তো গায়ের একটা সুতোও বাকি রাখে নি।
অঘ্রাণের রাতে হাইওয়েতে হু হু করে ঠান্ডা বাতাস বয়!