আজ কতো যুগ পর আকাশ ছুঁলাম!
ছবি! আবার ছবির মতো নয়.
বলি হারি যাই,এমন আকাশ বুকে নিয়ে কেও পালিয়ে বেড়ায় !
তুমিই পারো অনির্বান, এ তোমার দ্বারাই হয়.
বজ্রগর্ভ মেঘের গায়ে আলতো একটু ছোঁয়া!
আশ্চর্য্য ! নাকি এটাই ছিল হবার.
সে তার গর্ভ খালি করে প্রসব করলো অজস্র মুক্ত দানা!
তুমিই পারো অনির্বান,এভাবে বন্যা আনতে আবার.
জবাব গুলো শুকনো ঠোঁটে গুছিয়ে রাখা !
হঠাত্ ! নাকি নেশার ঘোরে ঘোরে.
চৌম্বকীয় আকর্ষণে এলো মেলো কথা গুলো হারিয়ে গেলো ঠোঁট ভিজিয়ে!
তুমিই পারো অনির্বান,বাসতে ভালো এমন করে.
জবাবদিহি করিনি আর জোনাকী দের কাছে.
কথা মতই,জ্বলেছিলো যেমন জ্বলতে হয়.
প্রজাপতি লজ্জা পেয়ে উড়েছিলো রঙ্গিন পাখায় আদর মেখে চার দেওয়ালে!
তুমিই পারো অনির্বান,রাত সাজাতে এমন স্বপ্নময়.