ফাল্গুনী ঢেও ওঠে আমার প্রাণে
এক ফালি চাঁদ লেগে থাকে ঠোঁটের কোণে ,
কি কথা কই মনে মনে জানি না অকারনে
নতুন করে নতুন ভাবে পাবো বলে হারায় তাঁকে ক্ষণে ক্ষণে ।

কেবল কথার ছলে নিত্য আমায় বেঁধে রাখে ।
মোনের কোণে চালায় গুলি বুকের এপারে - ওপারে
কাঙাল করেছো আমারে আর কি চায়
সকলে দিয়েছি তোমারে আর তো কিছু নায় ।


উত্তাল আনন্দে যেন হৃদয় মাতি
লুকোচুরি বেড়াজালে নতুন সাথী ।
রামধনু রঙে যার আলতো ছোঁয়া
মিলন বিরহের ,পালা বদলে যেন কাছে পাওয়া ।


অবহেলা মানিয়ে তুমি মেনে নিতে যদি
পেরিয়ে আসতাম তবে ,উত্তার সাগর নদী ।
স্বপ্ন এঁকে রেখেছিলাম হাজার বছর ধরে
অনেক ত্যাগের পরিবর্তে পেলাম তোমারে ।