রূপসাগরে ডুবে‌ , এনেছো  ছোট্ট কুঁড়ি।
মরুভূমির মাঝেও রেখেছো ফুলের ডালি ।
নবীন ঊষাই পুষ্প শোভা, রঙের মাঝে সাজে ।
প্রেম নদীতে উঠছে  ঢেও, দুরে বীণা বাজে ‌।

সাদা কালো দ্বন্দ্বে, পরেছো তুমি ছন্দে ।
ভাসিয়ে ছিলাম  স্রোতের ভেলা, তার ঘড়ির পছন্দে ।
লাগবে তোরী ফুলকুসমাই , বাঁজবে নুপুরে ছন্দে ।
ওই সিন্ধু পারে মধুর কথা কইবে দুজন মিলে ।

মধুর মধুর ধ্বনি বাজে, মধুর রূপে জীবন সাঁজে।
বিনা সাজে সুন্দরী তুমি, করেছ তুমি নয়ন চুরি ।
শ্বেত চন্দন ভুরু  যুগল,
ভরিয়া দিয়েছো নয়ন যুগল ।
জগৎ জুড়ে উদার সুরে , তোমাকে দেখার ইচ্ছা,,,,,,,,,


সন্ধ্যা গায়ে জ্যোৎস্না পারে শান্ত বাতাস বইবে গায়ে
বট গাছের শক্ত ডালে দুলছে পাতা সারে সারে
সুরের ধনী উঠবে ভেসে, দেখতে সবাই আসবে সেজে
মধুর কবিতায় থাকবে জয়, বলবে সবাই কানে কানে।