আমার গ্রাম        

"বাঁকুড়া জেলার সাহারজোড়া গ্রামটি শুনেছি বেশ নাম,তাইতো আমার এই সুন্দর গ্রামে বাসস্থান।

এই ছোট্ট গ্রামটিকে ঘিরে রয়েছে আরো সাতটি ছোট্ট গ্রাম,তাইতো আমার এই গ্রামটির নাম হয়েছে সাহারজোড়া গ্রাম "।

"পড়ন্ত সূর্যের আলোয় মা তুমি এসেছিলে এই গ্রামে
তুমি এসে বুঝিয়ে দিয়েছিলে জাতি বিভেদ কিছু হয় না ।
তাই মা তুমি এসেছিলে বাউরীর  হাত ধরে ,
তবে কেনো এই বিভেদ, কেনো বা প্রান দিতে হলো তোমার জন্য ?"

"ধন্য তুমি ,আর ধন্য এই গ্রাম ,জানি আমি!
যে খানেই সৃষ্টি সে খানেই ক্ষয় আছে ।

তাই তো তোমাকে পাওয়ার জন্য এই গ্রাম দিয়েছে এক প্রাণ আর শত মেয়েমূর্তি পূজো বন্ধ।

"শাল ,পলাশ ,খেজুরের মাঝে এই গ্রাম ,
শুরুতে লাল মৃত্তিকা যেনো বলে কোঠিন এই গ্রাম ,
আর প্রান্তে সাদা মৃত্তিকা বুঝিয়ে দেয় কঠিন একদিন নরম হয় , শুধু সময়ের সাথে ভালোবেসে যাও !"

"বহু গ্লানি দু-হাতে ঠেলে সরিয়ে নিয়ে আসি আমাদের বাবা কার্ত্তিকে ।
প্রতি বছর আসে এই দিন অজানা আনন্দ, উজ্বল রোমাঞ্চ নিয়ে ।
আর বাবাকে বিদায় জানায় দুষ্টু রাবনকে বধ করে ,
এই রাবনবধ করে প্রতি বছর বুঝিয়ে দেয় এই গ্রামের দুষ্টু লোকের অবস্থার কথা "

আমি ধণ্য হয়েছি এই গ্রামে জন্ম নিয়ে
আর ধন্য হয়েছি এই গ্রামে সৌন্দর্য উপভোগের নেশায় !
তুমি শুধু আমার গ্রাম আমারি গ্রাম ।
          
                                  জয়দেব