আজ ,
আবার চার বছর পর এসে দাঁড়িয়ে আছি
পুরোনো সেই ক্লাসসরুম এর কাছে
ক্ষনিকের আলাপে চোখের পলকে ভুলিয়া দিলো,
বর্তমানের এই কলরব জীবন ,
মনে কইয়া দিলো পুরোনো সেই স্মৃতি ।
চুপি চুপি বলতে চাইলো , মনে আছে আমায়!
আমি মৃদু ঘাড় নেড়ে বললাম , হ্যাঁ
তোমাকে কি ভোলা যায় কখনো , তুমি হলে ফেলে আসা সেই খুশির স্মৃতি
মৃদু হেসে বলে উঠল কেমন আছো? ভালো
কেমন আছে রাহুল, দেবু অতনু ,বিজু,
কেমন আছে সবাই ?ভালো
অনেক বড় হয়ে গেছো তোমরা সবাই ,তাই না?কত পরিবর্তন?
সোনাতে চাইলো তার দুঃখের কথা ,আমি নিরবেই শুনে গেলাম তার কথা।
এই ক্লাসরুমের বুকে তোমাদের মতো কত নতুন ছাত্র কত নতুন শিক্ষক আসে । আর মনে দাগ কেটে চলে যায় , ভুলতে পারি না ,কিন্তু না ভুল হয়ে থাকতে হয়।
সময়ের সাথে দিনের আলোয় মনে পড়ে না আমার,
আধার রাত্রিতে বুক ফেটে অট্টকন্ঠে অশ্রুজলে আমার কেটে যায় এক এক রাত ।
জানি না, কি বলা উচিত ছিল আমার
শুধু নীরবই রয়ে গেলাম আর ফিরে ফিরে দেখিলাম
এই ক্লাসরুমের ভালোবাসার কাছে আমার ভালোবাসা তুচ্ছ ছাড়া আর কিছু নয়।
এই কথা ভেবে আমার নয়নতলে এলো জল ,
এই জল যেনো সব না বলা কথা এক পলকে বুঝিয়ে দিলো ।