বৃষ্টি
বৃষ্টি তুমি যেমন দৃঘ সময় পেরিয়ে
বার্ষাতে ক্সুদ্ধ হয়ে ঝরে পড়ো,
আণবিক,পরভৃতিকা,অবিনশ্বর তুমি ।
জীবন্মৃতা কেও বাঁচিয়ে দাও !
তোমার ওই মায়াবী ছন্দে।
তোমার ছন্দে ছড়িয়ে পড়ে কেকা,
করে তারা নিত্য, মন মিলনের খেলায় ।
নিক্কন শব্দে ঝরেপড়ো তুমি
অলক রুপী রমণীর বর্শা রূপে
অনীল সঙ্গে করেছো তুমি বিশ্বজয়
প্রতিটি কোনায় আছে তোমার বীরত্বের কথা
তোমার বীরত্বের সাথে মিলিয়ে দিতে চায়
আমার চোখের অশ্রু জল
পারবে না কেও বুঝিতে ,খুঁজবে না কেও কারন।
আণবিক= অনু দ্বারা সৃষ্টি
পরভৃতিকা =অনন্যের দ্বারা আশ্রয়
অবিনশ্বর= কোন দিন শেষ হয় না
জীবন্মৃতা =যে বেঁচেও মোরে আছে
কেকা =ময়ূর এর ডাক
নিক্কন= নুপুরের শব্দ
অলক = কুকনো চুল
বশা = বল্লভ এর ফলার সাথে
অনীল =মেঘ