অদূরে জমে থাকা মেঘ
নামছে আজ চোখের কোণে,
অন্তরে বহিছে বাতাস
বৃষ্টি নামার তাঁরে।
বাদামি চোখের ,কালো কাজলে
মুচকি তাঁর ঠোঁটের হাঁসি !
ওই হাঁসিতে মোজেছি আমি
হয়েছি তাঁর দুষ্টু পাখি ।
কালো খোঁপায় ফুলের বেড়ি
কানে তাঁর ঝুমকা কুঁড়ি
পরনে তার নীল শাড়ি ,
বেদনা ভুলাতে পারে এই নারী ।
অদূরে মেঘ আজ গেছে সরে
চোখের কোনে স্বপ্ন এলে
অন্তরে বাতাস গেছে চলে
সন্ধ্যা নামার তাঁরে ।
জয়দেব মন্ডল