না জানা এক সৌন্দর্যের নাম গ্রাম ।
যে খানে একটা ছোট্ট শিশু ,
বস্ত্রহীন হয়ে খেলা করে ।
কেঁপে কেঁপে ওঠা জলন্ত প্রদীপের শিখা
আঙিনায় আঙিনায় ছড়িয়ে পড়ে ।
পড়ে থাকা পাতা , গাছের অস্তিত্ব ফুটিয়ে তুলে
ফুটে থাকা ফুল , গ্রামর সুরভীকে বাড়িয়ে তুলে ।
মেলে থাকা ডানা, ক্ষয়ে যাওয়া পাথর
পড়ে থাকা বালি ,উড়ে যাওয়া মোন
এই সকলি হলো গ্রামের আবরণ।