চাতক আজো আকাশ পানে
উড়তে দেখে শিক্ষা,
গলির মোরে চারটি বাঁশে
শুরু ভোট ভিক্ষা l
রাস্তা ঘাট চকচকে আজ
দেখতে পাচ্ছি মুখ,
ফুটো থালায় হাওয়া খেয়ে যায়
যুক্তিবাদী সুখ ll
শিক্ষা আজ রাজনীতি বিদ
সংগঠনটা দরকার ,
মন না চাইলে দরকার কি আর
শিক্ষার প্রচার l
সংগঠনে যদি থাকে নাম
বাবা কিংবা কাকার ,
তবেই তুমি শিক্ষিত আজ
সোনার সংসার ll
এক পাড়াতে হাজার বাতি
ভোটের গন্ধ নাকে ,
বন্ধুও আজ শত্রু হলো
ভোটের আগে ভাগে l
ধর্ষণ আজ পাতি কথা
ধর্ষিতারাই দোষ ,
ইংল্যান্ড আজ ভারতবর্ষ
হয়না তবুও আফসোস ll