সর্বস্ব নিয়ে ঝড়ে গেছ,
নুন আর বালির মধ্যরেখা বরাবর,
অরন্য পথ সংকীর্ণ কতদূর
যেতে পারো তুমি?
আজ পাজর ছিড়েও দেখাতে পারি,
বলতে পারবনা তবুও,
একাকী সুরের যন্ত্রনা গিটারের তারে।
সোনাতুমি বুঝবেনা পড়েথাকা
কিছু স্মৃতি আমার শেষ সম্বোল ,
ভালো আছি, ভালো থাকার অভিনয়ে ।।