টানা রোদের বাইরেও চোখ যায়
কখনো দিগন্তকে ঢাল করে আবার কখনো সমুদ্রকে আকড়ে ধরে বহুবার অনেক পথিক পথ হারায়
প্রেমের দরিয়ায়.
কিছুই হয়তো পারবনা দিতে তোমায়.
শধু এই পচা পেসমেকার ছাড়া.
তোমার জন্য সেটেই উপহার.