কখনো নীল আকাশের সামিয়ানায়
চোখ চলে যায়,
খালি পায়ে ভেজাঘাস
পার করে বিকেলের স্তব্ধতায়
জাল ফেলো তুমি ।
কলকলে জলপ্রপাতে
এক ডুব দিয়েই জিবনের
কদোর্জ ময়লা পরিস্কার,
আজো শোনাযায় উন্নতির কাজ চলছে ।