তুমি আবার বৃষ্টি হলে
ঝরলে চোখ থেকে
তুমি আবার শব্দ হলে
গর্জন মুখ থেকে
তুমি যেন পাতালবাসী
কিংবা মরুতল
তোমার জন্য আজো আছি
মনের শতদল
তোমার ব্যথায় আমার বুকে
আনেক দূরে তুমি
তোমার জন্য গান বেধেছি
সেই একি পাগলামি
জানি আমায় রাখবে মনে
চিন্তা সোনার খাঁচায়
তুমি আছো আমার মনের
প্রধান জায়গায় ।।