কখনো মনে হয়,
তুই নেই এসময়,
ভাবনা ভেজা সন্ধ্যায় l
আমি রাত্রি মুড়ে নিই,
গল্প জুড়ে দিই,
ভাবনায় চাঁদ ছুঁতে চাই l
তবু তোকে চাই,মনে হয়,
এ মনের হরেক কোনায়
বাজে শুধু তোরই নূপূর l
দেরাজের স্বপ্ন গুলো,
আজকে তারা ঝাড়ছে ধুলো,
পিচ গলা রাস্তায় l
আমি একি ভাবে থাকিবসে,
সময়কে ভালোবেসে,
একই ভঙ্গিমায় l
তবু তোকে চাই,বেদনায়,
এমনের হরেক কোনায়,
বাজে শুধু তোরই নূপূর l