তবুও ক্লান্ত হইনি এখনো l
তোর দগ্ধময় জীবনে,
এক ফোটা অশ্রুকনার-
দাগও আজ আমার
জামায় চিটের রূপ নিয়েছে l
আকাশ তখনো কাঁদেনি l
একটা চাতক পাখি-
তার তৃষ্না মেটালো l
আমার অশ্রু ধারায় l
এখন অনেক আরগ্যোতায় l
কিন্তু চাতকটা...
আবার চেয়ে আছে ,
তার তৃষ্নার দৃষ্টি নিয়ে l
আমার দিকে ll