বুকে আজো বারুদের বাস,
তোর স্পর্শে আগুন জন্ম নেয় ,
ভয় পাছে বিশ্ফোরনের
দগ্ধ হৃদয় আজ নর্দমায় ।
তোর কাছে স্বপ্ন আমার
পাকস্থলী আজ বিষাক্ত,
হাতের পাশে শর্ত যদি রাখিস
নিকোটিনে আবার আসক্ত ।
এক চুমুকে পাহাড় ভাঙ্গে
মনের ভেতর ছাই,
বারুদ আজো তপ্ত মনে
গর্জে ওঠে তোর দরজায় ।।