তোর থমকে যাওয়া হাত ঘড়ির মাঝে
পুরনো স্মৃতির কিছু কাগজ
আজও পৃষ্ঠা উল্টিয়ে
ডাকছে সুদীর্ঘ ভবিষ্যতকে ।
তোর হাতের উঠে যাওয়া
খয়রি রং এর নেলপলিশ টি
আজব কায়দায় আচর মারছে
আমার বুকে
শুধু বিনিদ্র চোখে কিছু মুহূর্তের অপেক্ষায় ।