তখন একুশে পা,
কলেজ ক্যান্টিনে গিটারের জন্ত্রনায়-
বহু ভালোবাসা উঠে এসেছিল ।
কত গানের মাঝে,
উঁকি দিলে তুমি ।
এক কাপ লাল চায়ের উষ্নতা
বুকে নিয়ে তোমায় দেখে ছিলাম ।
তারপর বহুবার দেখা হয়েছে অবশ্য,
তবে শেষ দেখা ...
তোমার বিয়ের পীড়ি ধরাটায়.
চলেগেলে তুমি ।
এখন সেই গিটার কেই বন্ধু ভাবি,
আর তোমার স্মিতিতে -
আরো গানের আবির্ভাব হয় ।।